সর্বশেষ

3/recent/ticker-posts

আল্লামা আহমদ শফি রহ. এর মাগফিরাত কামনায় আগামীকাল সকল মসজিদে দোয়ার আবেদন

 


আমিরে হেফাজত ইসলাম, আল্লামা আহমদ শফির রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার সব মসজিদে জুম’আ এর শেষে দোয়ার আবেদন করেছেন হযরতের সাহেবজাদা ও ‘আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ এর আমির মাওলানা আনাস মাদানী।
এদিকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মাগফিরাত কামনায় সারা দেশব্যাপী কয়েক লাখ খতম সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল কোরআনুল কারীম, বুখারী, খতমে ইউনুস, দরুদ শরিফ ও সুরা ইয়াসিন খতম। খতমের এন্তেজাম করে ‘আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ’
উল্লেখ্য, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. গত বছর ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর আজগর আলী হাসপাতালে সন্ধ্যা ৬:২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ হযরতের রেখে যাওয়া সকল অবদানকে কবুল করুক।

Post a Comment

0 Comments