কুরবানীর আলোচনা : পর্ব-১
ইসলামের ইতিহাসে কুরবানি পুরোনো।এটি এমন এক ইবাদত,যা আল্লাহ তা’য়ালা প্রত্যেক জাতিকে দিয়েছেন। আল্লাহ তা’য়ালা বলেন:
وَ لِکُلِّ اُمَّۃٍ جَعَلۡنَا مَنۡسَکًا لِّیَذۡکُرُوا اسۡمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمۡ مِّنۡۢ بَهِیۡمَۃِ الۡاَنۡعَامِ ؕ فَاِلٰـهُکُمۡ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسۡلِمُوۡا ؕ وَ بَشِّرِ الۡمُخۡبِتِیۡنَ
প্রত্যেক জাতির জন্য আমি কুরবানীর নিয়ম করে দিয়েছি; যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিয্ক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ; অতএব তাঁরই কাছে আত্মসমর্পণ কর; আর অনুগতদেরকে সুসংবাদ দাও, আল-বায়ান
- হযরত আদম আ. এর যুগে হাবিল-কাবিল এর মাধ্যমে কুরবানির সূচনা হয়। হাবিল-কাবিল হয়রত আদম আ. ও মা হাওয়া আ. এর দুই ছেলের নাম, যা সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আর বাইবেলে হাবিলকে এবেল আর কাবিলকে কেইন নামে সম্বোধন করা হয়েছে।
হাবিল ছিলো হযরত আদম ও মা হাওয়া আ. এর দ্বিতীয় সন্তান।তার পেশা ছিলো ভেড়া-বকরি চড়ানো আর কাবিল ছিলো প্রথম সন্তান যার পেশা ছিলো চাষাবাদ করা।
মানব ইতিহাসের প্রথম মানুষ ছিলো হযরত আদম আ,। আর তার সহধর্মনী মা হাওয়া প্রতি গর্ভে দুট করে সন্তান হতো। এক ছেলে ও মেয়ে। আদম নবীর শরিয়তের এ বিধান ছিলো এক গর্ভের সন্তান পরস্পরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না।কিন্তু অন্য গর্ভের সন্তানকে বিয়ে করতে পারবে।
বিধান মোতাবেক কাবিল ও হাবিল নিজ গর্ভের বোনকে বিয়ে করতে পারবে না। বরং কাবিল বিয়ে করবে হাবিলে বোনকে,য়ে তেমন সৌন্দর্য এর অধিকারীনি ছিলোনা। অপরদিকে হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে,যে ছিলো পরমা সুন্দরী। এটাই ছিলো আদম আ্. এর শরিয়তের বিধান।কিন্তু কাবিল এ বিধান মানতে নারাজ।সে তার নিজ গর্ভের বোন (জামিলা) কে বিয়ে করতে মরিয়া হয়ে ওঠে। এ অবস্থা দেখে হযরত আদম আঃ উভয়কে কুরবানী করার নির্দেশ দেন।হাবিল-কাবিল উভয়ে কুরবানী দেন।আল্লাহ তা’য়ালা হাবিলের কুরবানী কবুল করেন।কেননা তিনি ছিলেন সত্যের পক্ষে।আর আল্লাহ তা’য়ালা সত্যবাদীদের পক্ষেই থাকেন।
কুরআনে কারীমে আল্লাহ তা’য়ালা এ ঘটনাকে উল্ল্যেখ করে বলেনঃ
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
অনুবাদ: এবং (হে নবী!) তাদের সামনে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনাও যখন তাদের প্রত্যেকে একেকটি কুরবানী পেশ করেছিল এবং তাদের একজনের কুরবানী কবুর হয়েছিল, অন্যজনের কবুল হয়নি। সে (দ্বিতীয়জন প্রথমজনকে) বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। প্রথমজন বলল, আল্লাহ তো মুত্তাকীদের পক্ষ হতেই কবুল করেন।(সূরা মায়িদা,আয়াত-২৭
لَئِن بَسَطتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ ۖ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ
অনুবাদ: তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াব না। আমি তো আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করি।(সূরা মায়িদা, আয়াত-২৮)
فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ
অনুবাদ: পরিশেষে তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল, সুতরাং সে তার ভাইকে হত্যা করে ফেলল এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ ۚ قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَٰذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي ۖ فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ
অনুবাদ: অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা তাকে দেখানোর লক্ষ্যে মাটি খনন করতে লাগল। (এটা দেখে)সে বলে উঠল, হায় আফসোস! আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি! এভাবে পরিশেষে সে অনুতপ্ত হলো।
পুত্র সন্তান লাভের দোয়া ও আমল
হযরত ইব্রাহিম আঃ এর কবর কোথায়
রাব্বি হাবলি মিনাস সালেহীন পড়ার নিয়ম
0 Comments