সর্বশেষ

3/recent/ticker-posts

কাঞ্চনপুর দারুল উলূম কাওমি মাদ্রাসার কার্যনির্বাহি কমিঠি গঠন

আলহামদুলিল্লাহ।
অদ্য ২৭-৫-২১ ইং, রোজ বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায়, কাঞ্চনপুর কেন্দ্রীয় জামে মসজিদের বারান্দায়, আযাদ দ্বীনি এদারা বোর্ড বাংলাদেশের সম্মানিত সভাপতি মহুদয়ের অনুমোদন ক্রমে "কাঞ্চনপুর দারুল উলূম কওমি মাদ্রাসার" ৫১ সদস্য বিশিষ্ট শূরা পরিষদের অভিষেক ও এক বিশেষ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্বারী মাওলানা মারুফ আহমদ আরেফী সাহেবের তেলাওয়াত, বোর্ডের গঠনতন্ত্র মোতাবেক মাদ্রাসার শূরা কমিটির অস্থায়ী সেক্রেটারি, মুফতি জামিল ক্বাসেমী কাঞ্চনপুরী র পরিচালনা ও অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব, জনাব হাজী মতিউর রাহমান সাহেবের সভাপতিত্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১/ সাবেক অস্থায়ী কমিটি বিলুপ্ত করে নব গঠিত ৫১ বিশিষ্ট শূরা কমিটির (পরিচালনা পরিষদ) অধীনে সদস্যদের মতামত ও গঠনতন্ত্র মোতাবেক ১৩ সদস্য বিশিষ্ট একটি "আমেলা কমিটি" (কার্যকরী কমিটি) গঠন করা হয়।
২/ ৫১ সদস্য বিশিষ্ট শূরা কমিটি ও ১৩ সদস্য বিশিষ্ট সদ্য নির্বাচিত আমেলা কমিটির মতামতের আলোকে, মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা ও অস্থায়ী পরিচালক, মুফতি জামিল ক্বাসেমী কাঞ্চনপুরীকে স্থায়ীভাবে মুহতামিম হিসেবে নিয়োগ দেয়া হয়।
৩/ মাদ্রাসার নির্মান কাজের সকল আয়-ব্যায় ও প্রতিষ্ঠা পরবর্তী প্রাতিষ্ঠানিক সকল আয়-ব্যায় তথা, উভয় বিভাগের সমূহ হিসাব কিতাব সম্মানিত অস্থায়ী ক্যাশিয়ারদ্বয় মুহতামিমের নিকট হস্তান্তর করা।
৪/ অস্থায়ী শিক্ষকদেরকে স্থায়ী করনার্থে অমেলার অধীনে মুহতামিম সাহেব সহ একটি বিশেষ সাব কমিটি গঠন করা হয়।
৪/ মাদ্রাসার নির্ধারিত স্থায়ী ভূমি রেজিস্ট্রার ও ওয়াক্বফ করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়।
৫/ প্রতিষ্ঠানের উন্নতি-অগ্রগতির স্বার্থে মুহতামিম সাহেবকে বোর্ডের গঠনতন্ত্র মোতাবেক যে সময় যে সিদ্ধান্ত গ্রহণ করতে প্রয়োজন মনে করেন সকল বিষয়ে পূর্ণ ক্ষমতা ও অধিকার দেয়া হয়।
এছাড়াও মাদ্রাসার উন্নতি-অগ্রগতি বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রিপোর্টারঃAbu Bokor Siddiq

Post a Comment

0 Comments