দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌর প্রবীণ উস্তাদ, উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মাওলানা নজরুল হাফিজ নদভী আজহারি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ দুপুর ১ ঘটিকায় লাখনৌর স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
জানা যায়, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় হঠাৎ করেই তার স্বাস্থের অবনতি ঘটে। পরে তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বাস্থের অবস্থা আরো শোচনীয় হয়ে জুমার পূর্বেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন।
মাওলানা নজরুল হাফিজ ছিলেন হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেমে। গবেষণাধর্মী বহু গ্রন্থ প্রণয়ণ করেছেন তিনি। বাংলায় অনূদিত সাড়াজাগানো গ্রন্থ ‘পশ্চিমা মিডিয়ার স্বরূপ’ এর মূল লেখক তিনি। যার উর্দু নাম ‘মাগরিবী মিডিয়া আওর উসকে আছারাত’। কিতাবটি লেখার পর থেকে এ পর্যন্ত ১০ম এডিশন প্রকাশিত হয়েছে। কিতাবটি বহু ভাষায় অনূদিত হয়েছে। যার মধ্যে ইংরেজি, আরবী, বাংলা, হিন্দি ও মালায়লাম অন্যতম।
তিনি ছিলেন মাওলানা আবুল হাসান আলী নদভী রহ. এর অন্যতম ছাত্র। মাওলানা নজরুল হাফিজ রহ. এর উল্লেখযোগ্য ছাত্রদের মাঝে হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেম মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী অন্যতম। ২০০২ সনে এপিজি আবুল কালাম তাকে হিন্দুস্তানের তৎকালীন শ্রেষ্ঠ আরবী সাহিত্যিক হিসেবে নির্বাচিত করেন এবং প্রেসিডেন্ট এওয়ার্ড দিয়ে তাকে সম্মান
জানান।
এমডব্লিউ/
0 Comments