উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “কাঞ্চনপুর দারুল ঊলূম কাওমি মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রেন্সিপাল মুফতি জামিল ক্বাসেমী সাহেব।খলিফা শাহ আহমদ শফি (রহ:)।অনুষ্ঠান পরিচালনা করেন কবি মাহমুদুল হাসান (জাকারিয়া)। শুরুতেই কুরআন তেলাওয়াত করেনে উক্ত প্রতিষ্ঠানের রাবে জামাতে ছাত্র মুহা,সুলতান আহমদ ছামী। সঙ্গীত পরিবেশন করেন ছালিছ জামাতের ছাত্রী মুছা,শিফা আখতার
প্রধান অথিতি হিসাবে আলোচনা করেন টেকাহালী মাদ্রাসার মুহতামিম শায়খ বদরুল ইসলাম সাহেব (দাঃবাঃ)। তিনি কুরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোকপাত করে স্থানীয় সবাইকে উক্ত প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার উৎসাহ প্রধান করেন।
বিশেষ অথিতি হিসাবে আলোচনা করেন অধ্যক্ষ মুফতি জিয়াউল হক সাহেব,প্রেন্সিপাল ওমর ফারুক একাডেমী, সিলেট।এছাড়াও বক্তব্য রাখেন আবু আহমদ,আশরাফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে তিন ধরনের পুরষ্কার বিতরণ হয়।
প্রথমে ক্লাস পরিক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরষ্কার বিতরণ হয়।দ্বিতীয়ত উক্ত প্রতিষ্ঠানে হওয়া ক্বেরাত-গজল প্রতিযোগিদের মাঝে।
অবশেষে মুসলিম কণ্ঠ ব্লগ সাইটে গজল প্রতিযোগিতায় যারা অংশ নিয়ে ছিলেন তাদের মাঝে পুরষ্কার বিতরণ করে অনুষ্ঠান সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



0 Comments