বড়লেখা থেকে কয়েক কিলোমিটার দূর কাঞ্চনপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে আগামী কাল ৫ফেবরুয়ারী শুরু হচ্ছে বিরাট তাফসির মাহফিল।
স্থান:কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দান।
উক্ত মাহফিলে আন্তর্জাতিক বক্তা বিশিষ্ট রাজনীতিবীদ আল্লামা জুনাইদ আল-হাবিব সাহেব,ঢাকা।হযরত মাগরিব পর আলোচনা করবেন বলে জানিয়েছেন কতৃপক্ষ।
এছাড়াও যারা আলোচনা করবেন:-
বরুনা মাদ্রাসার সদরে মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা সাঈদুর রহমান সাহেব বর্ণভী।
পীরে কামেল হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব শাহবাগী।
বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আশিকুর রহমান মাদানী সাহেব,ঢাকা।
হযরত মাওলানা দেলোওয়ার হুসেন সাহেব সিলেট।
হযরত মাওলানা মুফতি রূহুল আমিন সাহেব,খতিব:কেন্দ্রীয় জামে মসজিদ,বড়লেখা।
হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব,অধ্যক্ষ: হযরত ওমর ফারুক একাডেমী,সিলেট।
হযরত মাওলানা মুফতি জামিল ক্বাসেমী কাঞ্চনপুরী,সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,৭নং তালিমপুর ইউপি।
হযরত মাওলানা মারুফ আহমদ আরেফী সাহেব।খতিব গলগজা কেন্দ্রীয় জামে মসজিদ।
সভাপতিত্ব করবেন: হযরত মাওলানা ইকবাল হুসাইন ইলামপাড়ী সাহেব। ইমাম ও খতিব,কাঞ্চনপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
তেলাওয়াত করবেন: ক্বারী নুরিফুল ইসলাম সুমন সাহেব।
সঙ্গীত পরিবেশনায়: আলোর সিড়ি শিল্পি গোষ্টি,সিলেট।
উক্ত তাফসির মাহফিল সবাই আমন্ত্রিত


0 Comments