সর্বশেষ

3/recent/ticker-posts

আল্লামা জুনাইদ আল-হাবিব আসছেন বড়লেখা!


বড়লেখা থেকে কয়েক কিলোমিটার দূর কাঞ্চনপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে  আগামী কাল ৫ফেবরুয়ারী শুরু হচ্ছে বিরাট তাফসির মাহফিল।

স্থান:কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দান।

 উক্ত মাহফিলে আন্তর্জাতিক বক্তা বিশিষ্ট রাজনীতিবীদ আল্লামা জুনাইদ আল-হাবিব সাহেব,ঢাকা।হযরত মাগরিব পর আলোচনা করবেন বলে জানিয়েছেন কতৃপক্ষ।

এছাড়াও যারা আলোচনা করবেন:-

  • বরুনা মাদ্রাসার সদরে মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা সাঈদুর রহমান সাহেব বর্ণভী।

  • পীরে কামেল হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব শাহবাগী।

  • বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আশিকুর রহমান মাদানী সাহেব,ঢাকা।

  • হযরত মাওলানা দেলোওয়ার হুসেন সাহেব সিলেট।

  • হযরত মাওলানা মুফতি রূহুল আমিন সাহেব,খতিব:কেন্দ্রীয় জামে মসজিদ,বড়লেখা।

  • হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব,অধ্যক্ষ: হযরত ওমর ফারুক একাডেমী,সিলেট।

  • হযরত মাওলানা মুফতি জামিল ক্বাসেমী কাঞ্চনপুরী,সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,৭নং তালিমপুর ইউপি।

  • হযরত মাওলানা মারুফ আহমদ আরেফী সাহেব।খতিব গলগজা কেন্দ্রীয় জামে মসজিদ।


  • সভাপতিত্ব করবেন: হযরত মাওলানা ইকবাল হুসাইন ইলামপাড়ী সাহেব। ইমাম ও খতিব,কাঞ্চনপুর কেন্দ্রীয় জামে মসজিদ।


  • তেলাওয়াত করবেন: ক্বারী নুরিফুল ইসলাম সুমন সাহেব।

  • সঙ্গীত পরিবেশনায়: আলোর সিড়ি শিল্পি গোষ্টি,সিলেট।


উক্ত তাফসির মাহফিল সবাই আমন্ত্রিত 


Post a Comment

0 Comments