আজ থেকে দারুল উলূম কাওমি মাদ্রাসার ভর্তি শুরু
মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রেন্সিপাল মুফতি জামিল ক্বাসেমী মুসলিম কণ্ঠ কে বলেন,বহু বলিদানের পর এ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে।তিনি বলেন,আপাতত আমরা নূরানী বিভাগ চালু করেছি। কিছুদিনের মধ্যেই আমরা আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠা করতে,দীর্ঘ ৬-৭ বছর দৌড়জাপ করতে হয়েছে,এ ক্ষেত্রে এলাকাবাসী বিশেষকরে কাঞ্চনপুর ইসলামী যুব সমাজ অনেক শ্রম দিয়েছেন।তিনি এলাকাবাসীর প্রতি অশেষ শুকরিয়াহ আদায় করে বলেন,মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মাত্র, তবে আঁকড়ে ধরার দায়িত্ব এলাকাবাসী ও মুসলিম তৌহিদী জনতারই,তাই এলাকাবাসীকে সবসময়ই মাদ্রাসার প্রতি সহযোগিতা ও সুনজর রাখতে হবে। বিশেষ করে কাঞ্চনপুরের প্রবাসী ভাইদের প্রতি মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক ও সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে উদাত্ত আহবান জানান।
0 Comments