ঈদুল ফিতর নিয়ে কিছু কথা ঈদুল ফিতরের তাৎপর্য ও আমল
ঈদুল ফিতর অর্থ কি ঈদ অর্থ: পুনরাবৃত্তি, বার বার ফিরে আসা, আনন্দ, উৎসব, পুনরাগমন ইত্যাদি। আর ফিতর অর্থ: ভঙ্গ করা, বিদীর্ণ করা ইত্যাদি। পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার অভিসারে পূর্ণ এক মাস দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার পর শাওয়াল মাসের প্রথম তারিখে রোজা ভঙ্গ করে আনন্দ উৎসব করে যে দিবস পালিত হয়,তাকে ‘ঈদুল ফিতর’ বলে।একজন মোমিন মাসব্যাপী রোযা রাখতে পারায়,সেই কৃতজ্ঞতায় আনন্দ উৎসব পালন করা হয়। এটা রোজা না রাখার আনন্দ নয়,যা অনেকে মনে করে থাকেন।
ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা
মেসওয়াক করা।
গোসল করা।
যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা।
শরীয়াত সম্মতভাবে সাজ-সজ্জা করা।
খোশবু লাগানো।
ঈদগাহে যাওয়ার পূর্বে কোন মিষ্ঠ দ্রব্য খেয়ে যাওয়া।
আগে আগে ঈদগাহে যাওয়া।
ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতির (ফিতরা) না দিয়ে থাকলে দিয়ে যাওয়া।
ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া। বিনা ওজরে মসজিদে না পড়া।
পাঠে হেটে ঈদগাহে যাওয়া।
যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে পড়তে যাওয়া-(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।)َاَللهُ أكْبَرُ، اَللهُ أكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ،اَللهُ أكْبَرُ وَلِله الحَمْدُ
এক রাস্তা দিয়ে যাওয়া,অন্য রাস্তা দিয়ে আসা।(আহকামে জিন্দেগী,পৃষ্ঠা:৩৪৬-৩৪৭)

0 Comments